মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে শনিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় মেলার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী আবু বকর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর শাখা ইনচার্জ রুম্মান ইসলাম, এবং আলোচনাসভা সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এছাড়াও প্রগ্রাম অফিসার শাকিল আহাম্মদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিলকিস বেগম, এবং এমআইএস অফিসার সোনিয়া বেগম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের জন্য পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং সমস্যার সমাধান করেন।
দিনব্যাপী মেলায় সচেতনতামূলক মঞ্চ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশে অপুষ্টি একটি গুরুতর সমস্যা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে। এই ধরনের সচেতনতামূলক মেলা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা বৃদ্ধিতে সহায়ক হবে। এতে দেশের অপুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তারা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news