এম,এ,মান্নান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আগামীকাল ১০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের ন্যায় এই উপজেলাতেও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায়। নিয়ামতপুরে এবার মোট পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো—নিয়ামতপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাংগোর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিটি কেন্দ্রেই ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিয়ামতপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাঁর কেন্দ্রে মোট ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৮৫ জন এবং মানবিক বিভাগে ১৮২ জন পরীক্ষার্থী রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো পরীক্ষার্থী নেই।
অন্যদিকে, নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জনাব গোপাল জানান, তাঁর কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪২৯ জন। বিজ্ঞান বিভাগে ২১৪ জন এবং মানবিক বিভাগে ১৮৫ জন পরীক্ষার্থী রয়েছে, তবে ব্যবসায় শিক্ষা বিভাগের কেউ নেই।
বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জনাব মোঃ আব্দুল মালেক জানান, এখানে মোট ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭৪ জন বিজ্ঞান বিভাগে, ২৭৫ জন মানবিক বিভাগে এবং ১০ জন ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নিচ্ছে।
গাংগোর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিব জনাব অতুল চন্দ্র জানিয়েছেন, তাঁর কেন্দ্রে নিয়মিত ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ১৫১ জন এবং মানবিক বিভাগে ২৩০ জন, তবে ব্যবসায় শিক্ষার কোনো পরীক্ষার্থী নেই।
এছাড়া কারিগরি বোর্ডের আওতায় পরিচালিত শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের সচিব জনাব মোঃ আঃ জলিল জানান, এখানে মোট ১২১ জন পরীক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে ৮৬ জন নিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা শুরুর প্রাক্কালে গতকাল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভা করেন। সভায় তিনি পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আয়োজন করতে হবে যেন শিক্ষার্থীরা তাদের সেরা পারফরম্যান্স দিতে পারে।
শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে নিয়ামতপুর উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশা করছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news