সারা দেশের মতো ভোলা জেলাতেও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবছর জেলায় মোট ২৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে রয়েছে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনাল ধারায় ১ হাজার ২৭৭ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার ৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি সাংবাদিকদের বলেন, “নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।”
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার ভোলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে ২৬৬ জন।
প্রথম দিন তিনটি বিভাগেই বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।