ডেক্স রিপোর্ট
ভোলায় চর কুকরি মুকরি "অ্যাকসেলারেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন লার্নিং সেন্টার (ALC)"-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো "এআই অ্যাপ্লিকেশন ও ব্যবহার" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে আজ এই কর্মশালার আয়োজন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট লিমিটেড-এর সিইও এবং খ্যাতিমান প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আলমগীর হোসেন। কর্মশালার উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি অ্যাক্সিলারেটর ল্যাব, বাংলাদেশ-এর হেড অফ এক্সপেরিমেন্ট ড. রামিজ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-পরিচালক ডা. খলিলুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং জিজেইউএস-এর বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অধ্যাপক ড. আলমগীর হোসেন এআই-এর নানাবিধ ব্যবহার, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন খাতে প্রযুক্তির প্রয়োগ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আংশগ্রহনকরিদের মতে, এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news