ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন। ভোলায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের প্রশিক্ষণ কক্ষে পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রীল-২০২৫) সকালে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, শারমিন আখতার ও তামান্না ফেরদৌস।
এই প্রশিক্ষণে বিউটি ফিকেশন, মোবাইল সার্ভিসিং, ফ্যাশন গার্মেন্টস, স্মল ইঞ্জিনিয়ারিং, থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফেব্রিকেশন এবং ইলেকট্রিক্যাল কাজের ওপর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুব সমাজের দক্ষতা ও আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি পাবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news