মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ক্রীড়াপ্রেমী কর্মকর্তাদের মিলনমেলায় সম্পন্ন হলো আন্তঃ জিজেইউএস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। ভোলা পুলিশ লাইন্স সংলগ্ন মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় টিম মাইক্রোফিন্যান্স হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেয় টিম হিট অ্যান্ড রানকে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সকল বিভাগ ও স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে গঠিত ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে খেলার প্রতি অংশগ্রহণকারীদের আগ্রহ, দলগত সংহতি ও পেশাদারিত্ব ছিল প্রশংসনীয়।
ফাইনাল খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার অভিজ্ঞ আম্পায়ারগণ। খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন জিজেইউএস-এর বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, যারা মাঠের আবহকে আরও আনন্দঘন করে তোলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ হুমায়ুন কবির, পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম এবং নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা ও পুরো টুর্নামেন্টের সমন্বয় করেন পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে নিয়ে আনন্দের জোয়ারে ভাসে মাইক্রোফিন্যান্স টিমের খেলোয়াড়রা। বিজয়ের মুহূর্তকে তারা উল্লাসের সঙ্গে উদযাপন করেন।
এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন ছিল না—এটি সহকর্মীদের মধ্যে বন্ধন, উৎসাহ ও কর্মস্পৃহা বৃদ্ধির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। জিজেইউএস-এর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news