ভোলায় তিনদিন ব্যাপি খাদ্য ভিত্তিক পুষ্টি ফলিত পুষ্টি বিষয়ক মেলা ও ক্যাম্পেইন শেষ হয়েছে। কৃষি উন্নয়ন এর মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প (বারটান অংগ) এর অর্থায়নে বাংলাদেশ ফলিত পুস্টি গবেষনা ও প্রশিক্ষন ইনিস্টিটিউট (বারটান) আঞ্চলিক কেন্দ্র বরিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ভোলা এ রব স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। বারটান আঞ্চলিক কেন্দ্র বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্ত ড. মোঃ আবদুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। আরো বক্তব্য রাখেন বারটানের গবেষনা সহকারি মোঃ মশিউর রহমান ও বারটানের মাঠ কর্মকর্তা সনাতন বিশ্বাস । মেলা ও ক্যাম্পেইনে তিন ধাপে ১৮০জন অংশ গ্রহনকারীকে দুটি করে গাছের চারা ও একটি করে পুস্টি প্লেট বিতরন করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news