তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ই মার্চ) দুপুরে স্বজনরা তাদের নিথর দেহ উদ্ধার করেন। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরগুল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশুঃ-জাহিদ আহমদ (৬),বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে।
শামীম আহমদ (৮),জাহিদের ভাগ্নে সে নানা বাড়ি বসবাস করে পড়াশোনা করত।
স্থানীয়দের বরাতে জানা যায়,’শনিবার সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা না খোঁজাখুঁজির শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়’।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান,”দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে,এতে পুকুরের পানি বেড়েছে। খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান,”এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”
তিনি শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতার আহ্বান জানান এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের খেলাধুলার সময় নজরদারি বাড়ানো ও ঝুঁকিপূর্ণ জলাশয়গুলো ঘিরে রাখার পরামর্শ দিয়েছেন’।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news