গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালী পৌরসভা উদ্যোগে পৌর শহরের সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক জুয়েল রানা ১২৫টি মসজিদের ১২৫ জন খতিব ও ইমাম এবং ১১১ জন মুয়াজ্জিন ও খাদেমের হাতে এ সম্মানী তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, "আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি হচ্ছেন মসজিদের খতিব, ইমাম এবং খাদেমরা। তারা সারা বছর আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করান, মসজিদের খেদমত করেন। কিন্তু সেই অনুযায়ী তাদের খুব বেশি সম্মানী দেওয়া হয় না।"
তিনি আরও বলেন, বিগত কয়েক বছর ধরে পৌরসভার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদুল ফিতরের আগে কিছু সম্মানীর ব্যবস্থা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. খালিদুর রহমান মিয়া, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাল্লাহ, সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদসহ জেলা ইমাম পরিষদের সদস্য, পৌরসভা ও অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news