জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জলঢাকা উপজেলা প্রশাসন। বৈশাখের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য এক অনুষ্ঠানমালা। স্থানীয় জনগণের অংশগ্রহণে চলবে নানা রঙের অনুষ্টান ও আয়োজন।
প্রতিবারের মতো এবারও থাকছে বর্ষবরণ আনন্দ, শোভাযাত্রা, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করবে। এছাড়াও পান্তা ভাতের আয়োজন ও লোকজ মেলার আয়োজন করেছে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য। দিনব্যাপী অনুষ্ঠানে আরও থাকতে সাংস্কৃতিক অনুষ্ঠান কাবাডি খেলা, ও নাগোর দোলা যানদর্শনার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী বিনোদন যোগাবে। নতুন ভাবে এবছর আয়োজন করা হয়েছে হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ও শিশুদের প্রিয় নাগরদোলা।
এসব আয়োজন উপভোগ করতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জলঢাকা উপজেলা চত্বরে আয়োজিত এই বৈশাখী মেলার আয়োজন নতুন বছরকে বরণ করে নেবে আনন্দ ঐতিহ্য ও মিলন মেলায়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news