ডেস্ক রিপোর্ট
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইয়েন ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য প্রতিকারের পদক্ষেপ আগস্টের শুরু পর্যন্ত স্থগিত রাখা হবে। এর মাধ্যমে উভয় পক্ষ একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আরও সময় পেল বলে মনে করা হচ্ছে।
ভন ডার লাইয়েন এক সংবাদ সম্মেলনে বলেন,
“আমরা এখনো আশা করছি একটি যৌক্তিক ও লাভজনক সমঝোতায় পৌঁছানো সম্ভব। প্রতিশোধমূলক শুল্ক নয়, বরং স্থায়ী সমাধানই আমাদের অগ্রাধিকার।”
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে, উত্তরে ইইউও যুক্তরাষ্ট্রীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক বসায়। যদিও বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে কিছুটা ছাড় দেয়, তবে ২০২5 সালে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর নতুন করে শুল্ক হুমকি বেড়েছে।
বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে বাণিজ্য ভারসাম্য, শিল্প খাতের নিরাপত্তা এবং কাঁচামাল সরবরাহে পারস্পরিক নির্ভরতা। ইইউ চায়, পরিবেশ ও শ্রম মান বজায় রেখেই একটি নতুন বাণিজ্য কাঠামো গড়ে তোলা।
ইউরোপীয় ব্যবসায়ী মহল এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জার্মানির চেম্বার অব কমার্স এক বিবৃতিতে বলেছে,
"শুল্ক যুদ্ধ এড়াতে এই ধরণের কৌশলগত ধৈর্য আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য জরুরি।"
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news