মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলার মনপুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতারের পাশাপাশি প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় একটি জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) নির্মমভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর নৌবাহিনী তথ্য অনুসন্ধান শুরু করে এবং শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মনপুরার স্থানীয় বাজারে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মূল অভিযুক্ত মোঃ ইলিয়াস হোসেন এবং তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযানের পাশাপাশি ইলিয়াসের দোকানের কাছে অবস্থিত একটি গোপন গুদামে তল্লাশি চালায় নৌবাহিনী। এ সময় সেখান থেকে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। অভিযানকালে নৌবাহিনীর সদস্যদের সাথে মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত জালভর্তি গুদামটি সিলগালা করে দেওয়া হয় এবং অবৈধ জালগুলো জনসম্মুখে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী মাদক, সন্ত্রাস দমন এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের এই ধরনের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news